ময়মনসিংহে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু ২

| আপডেট :  ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৫  | প্রকাশিত :  ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৫

 

 



 

 

ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় গভীর নলকুপ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে দুই জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার নাওগাঁও ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, গভীর নলকুপের মালিক মালিক সাইদুল (১৯) ও একই গ্রামের নলকুপ মিস্ত্রী গোলাম মোস্তফা (৪০)।

স্থানীয় সুত্র জানায়, সকালের দিকে নাওগাঁও ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সাইদুল ইসলামের বাড়ির গভীর নলকুপের পাইপের ভিতরের রড ছিরে পরে যায়। স্থানীয় মিস্ত্রী গোলাম মোস্তফাকে নিয় রড তুলার সময় উপরের বিদ্যুতের লাইনের সাথে লেগে যায়। পরে ওই রড বিদ্যুতায়িত হয়ে দুইজন ঘটনাস্থলেই মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ীয়া থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কেউ কিছু জানায়নি। স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত