পবিপ্রবিতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জুবায়ের ইসলাম সোহান, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ দৈনিক যুগান্তরের ২২পেরিয়ে ২৩ বছর পদার্পণ উপলক্ষে স্বজন সমাবেশের পবিপ্রবির আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সন্ধ্যায় দুমকি প্রেসক্লাব মিলনায়তনে দুমকি প্রেসক্লাব সভাপতি ও পটুয়াখালী জেলা পরিষদ সদস্য সৈয়দ ফজলুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর (পবিপ্রবি)প্রতিনিধি কাজী বেলাল হোসেন দুলাল, স্বজন সমাবেশের সভাপতি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ছাত্র রুবেল আহমেদ,সাধারন সম্পাদক মোঃ বায়জিদ হোসেন, দুমকি প্রেসক্লাবের সহ-সভাপতি এশিয়ান টেলিভিশন প্রতিনিধি মোঃ আবুল হোসেন, যুগ্ন সম্পাদক দৈনিক দিনকাল উপজেলা প্রতিনিধি সাইদুর রহমান খান, অর্থ সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক একাত্তর টেলিভিশন প্রতিনিধি নাঈম হোসেন, দৈনিক আলোকিত প্রতিদিন ও দৈনিক জনবানী প্রতিনিধি কাজী জুবায়ের ইসলাম সোহান সহ প্রেসক্লাব ও স্বজন সমাবেশের অন্যান্য সদস্যবৃন্দ। পরে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা মরহুম নুরুল ইসলাম বাবুল সাহেবের স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।#
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত