মোস্তাফিজেই কুপোকাত চট্টগ্রাম

| আপডেট :  ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৫  | প্রকাশিত :  ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৩



 

কুমিল্লার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো অবস্থানেই ছিল চট্টগ্রাম। বৃষ্টি শুরুর আগে ১২.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৭ রান করে দলটি।

বৃষ্টির কারণে খেলার দৈর্ঘ্য কমিয়ে দেওয়া হয় ২ ওভার। বৃষ্টির পর খেলতে নেমে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের গতির মুখে পড়ে মাত্র ২৭ রানে ৫ উইকেট হারায় চট্টগ্রাম।

একের পর এক আসা-যাওয়ার মিছিলে অংশ নেন শামিম হোসেন (২৬), একমাত্র হাফ সেঞ্চুরিয়ান উইল জ্যাকস (৫৭), অধিনায়ক নাঈম ইসলাম (৩), বেনি হাওয়েল (৩) ও মেহেদি হাসান মিরাজ (৪)।

শেষদিকে নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ১৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলতে সমর্থ হয় চট্টগ্রাম।

৪ ওভারে ২৭ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত