আফগানিস্তান থেকে চালানো হামলায় পাকিস্তানের ৫ সেনা নিহত
আফগানিস্তানের ভেতর থেকে চালানো হামলায় পাকিস্তানের ৫ সেনা নিহত হয়েছে। রোববার দেশটির খাইবার পাখতুনখোয়ার কুররম জেলায় এই ঘটনা ঘটে।
পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে ৫ সেনা নিহতের ঘটনা নিশ্চিত করা হয়েছে।
ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী হামলা উপযুক্ত জবাব দিয়েছে। তবে শত্রুপক্ষের গুলিতে ৫ সেনা নিহত হয়েছেন। তারা হলেন- ল্যান্স নায়েক আজব নুর (৩৪), সিপাই জিয়াউল্লাহ খান (২৩), সিপাই নাহিদ ইকবাল (২৩), সিপাই সামিরুল্লাহ খান (১৮) এবং সিপাই সাজিদ আলী (২৭)।
বিবৃতিতে আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলার কঠোর নিন্দা জানানো হয়েছে। ভবিষ্যতে আফগান সরকার পাকিস্তানের বিরুদ্ধে এমন কর্মকাণ্ড সহ্য করবে না উল্লেখ করে এতে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনী দেশের সীমান্ত রক্ষায় বদ্ধপরিকর।
এদিকে পাকি সেনাবাহিনীর পৃথক আরেক বিবৃতিতে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়ার তাঙ্ক জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এক এক অভিযোগে আত্মঘাতী এক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত