৩ বার আলহামদুলিল্লাহ বললেন জায়েদ খান
মারুফ সরকার, বিনোদন প্রতিনিধিঃ ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। একের পর এক নাটকীয়তা চলছেই। এবার নিপুণের সাধারণ সম্পাদক পদ স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করেছেন আদালত।
এর আগে সকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিল সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে আবেদন করেন জায়েদ খান। তার আইনজীবী নাহিদ সুলতানা যুথি বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে আদালতের রায়ে শুকরিয়া আদায় করেছেন জায়েদ খান। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ’।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত