সিলেটকে জরিমানা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অঘটন হবে না সেটা কীভাবে হয়! হুট করে অধিনায়ক বদল, মাঠে ধূমপানের মতো জঘন্য কিছুর পর এবার বল টেম্পারিংয়েরও দেখা মিলেছ চলতি আসরে।
আজ খুলনা টাইগার্সের বিপক্ষে হুট করেই নেতৃত্বে বদল আনে সিলেট সানরাইজার্স। টানা ৬ ম্যাচে নেতৃত্ব দেওয়া মোসাদ্দেক হোসেনকে সরিয়ে অধিনায়ক করা হয় ইংলিশ অলরাউন্ডার রবি বোপারাকে।
নেতৃত্বে পেয়েই অঘটন ঘটালেন এই ইংলিশ ক্রিকেটার। ইনিংসের নবম ওভারের তৃতীয় বলের পর দুই আম্পায়ার মাহফুজুর রহমান ও প্রাগিথ রামবুকভেলা বল চেয়ে নেন রবি বোপারার কাছ থেকে।
এ সময় টিভি রিপ্লে’তে দেখা যায় বোপারাকে দেখা যায় বাঁহাত দিয়ে বল আড়াল করে ডানহাতের দুই আঙুলের নখ দিয়ে বল ঘষামাজা করতে। এ সময় বোপারা দুই আম্পায়ারকে বোঝাতে চাইলেও পুরোপুরি আশ্বস্ত করতে পারেননি।
বোপারার এমন কাণ্ডের পর নতুন বল নেন আম্পায়াররা। এ সময় তাৎক্ষণিক শাস্তি দেওয়া হয় সিলেটকে, তাতে খুলনার স্কোর বোর্ডে জমা হয় ৫ রান। নিজের প্রথম ওভার করতে এসেই বল টেম্পারিং শাস্তি পেল দলও।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত