ঈশ্বরগঞ্জে নৌকা-লাঙ্গল সমান, স্বতন্ত্র পাঁচ
ময়মনসিংহ প্রতিনিধি:সপ্তম ধাপে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ১১ ইউনিয়নে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। ১১ ইউনিয়নের তিনটি নৌকা, তিনটি লাঙ্গল ও পাঁচটি টিতে স্বতন্ত্রপ্রার্থী নির্বাচিত হয়েছেন।
সোমবার (৭ ফেব্রুয়ারী) রাত ১১ টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক বেসরকারীভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জে নির্বাচিতরা হলেন, ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নে মো. আবু হানিফা (নৌকা), তারুন্দিয়া ইউনিয়নে মাহমুদ হাসান (নৌকা), আঠারো বাড়ী ইউনিয়নে জুবায়ের আলম কবির রুপক (নৌকা), মাইজবাগ ইউনিয়নে মো.ছাইদুল ইসলাম বাবুল (লাঙ্গল), রাজিবপুর ইউনিয়নে মো. আব্দুল আলী ফকির (লাঙ্গল), উচাখিলা ইউনিয়নে মো. আনোয়ারুল হাসান খান সেলিম (লাঙ্গল), সোহাগী ইউনিয়নে কাদির আহমেদ ভুঁইয়া (টেবিল ফ্যান), মগডুলা ইউনিয়নে মো.শিহাব উদ্দিন আকন্দ (আনারস প্রতিক), বড়হিত ইউনিয়নে আজিজুল হক ভুঁইয়া (ঘোড়া), জাটিয়া ইউনিয়নে মো.শামছুল হক ঝন্টু (চশমা), সরিষা ইউনিয়নে মো. একরাম হোসেন (চশমা)।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত