সবার আগে প্লে-অফে সাকিবের বরিশাল
বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে(বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিলেট সানরাইজার্সকে ১২ রান হারিয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। শুরুতে মুনিম শাহরিয়ার, গেইল মাঝে সাকিব আর শেষে ব্রাভো ঝড়ে সিলেটের বিপক্ষে মাত্র ৪ উইকেটের বিনিময়ে ১৯৯ রানের বড় সংগ্রহ পেয়েছে ফরচুন বরিশাল। জবাবে খেলতে নেমে ১৮৭ রানে থেমেছে সিলেটের ইনিংস। এই হারে প্লে-অফের দৌড় থেকে প্রথম দল হিসেবে ছিটকে গেল সিলেট সানরাইজার্স। অন্যদিকে চলমান আসরে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলো সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল।
দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে সাকিবের বরিশালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সিলেটের রবি বোপারা। বরিশালের হয়ে ওপেনিংয়ে গেইলের সাথে নামেন মুনিম শাহরিয়ার। ক্রিজে এসেই সিলেটের বোলারদের তুলোধুনা করতে থাকেন। চার ছক্কার ফুলঝুরিতে অর্ধশতকও তুলে ফেলেন বরিশালের এই ওপেনার। মুনিম যখন খুনে মেজাজে, গেইল তখন শান্ত। দলীয় ৭২ রানে ভাঙে এই ওপেনিং জুটি। সাজঘরে ফেরার আগে ২৮ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৫১ রানে থামেন মুনিম। বরিশালের বড় রানের ভিত এনে দিয়েছেন তিনি।
ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন সোহান। এরপর সিলেটের মাঠে শুরু হয় সাকিবের ক্যামিও। চার ছয় ও দুই চারে ১৯ বলে ৩৮ রানের ইনিংস খেলে আলাউদ্দিন বাবুর বলে কাটা পড়েন তিনি।
শুরু থেকেই ধীরগতিতে খেলছিল গেইল। এভাবেই এগোচ্ছিল তার ইনিংস। তবে শেষ পর্যন্ত চলতি বিপিএলে প্রথম ফিফটি তুলে নিলেন তিনিও। ৪৫ বলে ৫২ করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন গেইল।
শেষদিকে ব্যাট করতে নেমে তাণ্ডব চালান ডোয়াইন ব্রাভো। মাত্র ১৩ বল খেলার সুযোগ পেয়ে চার ছক্কা ও এক চারে ৩৪ রান তুলে নিয়েছেন তিনি।
সিলেটের হয়ে একটি করে উইকেট নিয়েছেন সোহাগ গাজী, একেএস স্বাধীন, আলাউদ্দিন বাবু ও নাজমুল ইসলাম অপু।
এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে ফরচুন বরিশাল। সাকিবদের এবারের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই প্লে-অফে যাওয়া। অন্যদিকে আজ নিজেদের টিকে থাকার চ্যালেঞ্জ সিলেট সানরাইজার্সের।
সিলেট সানরাইজার্স
রবি বোপারা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), আলাউদ্দিন বাবু, নাজমুল ইসলাম অপু, মিজানুর রহমান, সোহাগ গাজী, এ কে এস স্বাধীন, কলিন ইনগ্রাম, শিরাজ আহমেদ।
ফরচুন বরিশাল
সাকিব আল হাসান (অধিনায়ক), ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্র্যাভো, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মুনিম শাহরিয়ার, জিয়াউর রহমান, মুজিব-উর রহমান, মেহেদী হাসান রানা, শফিকুল ইসলাম।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত