জায়েদ খানকে বয়কট, ঘোষণা রাতে

| আপডেট :  ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২০  | প্রকাশিত :  ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২০

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি: নির্বাচনে অনিয়ম ও জায়েদ খানকে বয়কট, ঘোষণা রাতে নানা আচরণের কারণে চলচ্চিত্রের কাজ থেকে নিষিদ্ধ হতে যাচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা জায়েদ খান। আর আজ বুধবার রাতেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন সিনেমার ১৮ সংগঠনের প্রধান ও মুখপাত্র চিত্রনায়ক আলমগীর। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

 

 

 

 

 

 



 

 

 

 

 

 

 

তিনি বলেন, ‘আজকেই ঘোষণাটা আসবে। আমরা একটি কাঠামো দাঁড় করিয়েছি। যেখানে আমাদের মুখপাত্র আলমগীর সাহেব। তিনিই আজ ঘোষণাটা দেবেন। ১৮টি সংগঠন তাকে বয়কট করছে।’

এদিকে, মঙ্গলবার বিকালে এফডিসিতে জরুরি বৈঠকে মিলিত হয়েছিল চলচ্চিত্রের ১৮ সংগঠনের নেতারা। বৈঠকে সবার সিদ্ধান্তে অভিনেতা আলমগীরকে এই ১৮ সংগঠনের মুখপাত্র নির্বাচিত করা হয়। শুধু তা-ই নয়, তার নেতৃত্বে দ্রুত তৈরি হবে চলচ্চিত্রের নতুন নীতিমালা।

এর আগে, ২৮ জানুয়ারি নির্বাচনের পর থেকেই জায়েদ খান ও এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের বিরুদ্ধে অভিযোগ করে আসছে ১৭ সংগঠনের নেতারা। তাদের দাবি, এই দুজনে যোগসাজশে নির্বাচনের দিন অন্য সংগঠনের কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি এফডিসিতে। আর প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন ও জায়েদ ভোটকে প্রভাবিত করতে নানা অপতৎপরতা চালিয়েছেন বলেও তাদের দাবি। আর এ কারণেই পীরজাদা শহীদুল হারুনকে এফডিসিতে নিষিদ্ধ করে ১৭ সংগঠন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত