সাকিবের আইপিএল খেলা ব্র্যাকেটবন্ধী করল বিসিবি

| আপডেট :  ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৪  | প্রকাশিত :  ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৩

দেশ বড় না ফ্র্যাঞ্চাইজি লিগ বড়। এমন প্রশ্নের মুখে বেশ কয়েকবার পড়েছিলেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বের প্রায় দেশের খেলোয়াড়রা যখন জাতীয় দলের স্বার্থে ফ্র্যাঞ্চাইজি লিগ বর্জন করছিলেন তখন সাকিব আল হাসান দেশের হয়ে শ্রীলঙ্কা সফর বাদ দিয়ে গত আসরে আইপিএলে যোগ দেন।

এবারও সামনে আইপিএল। এবারের আসরে দল পেলেও তেমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে না অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। পুরোটা তো নয়ই, আসরের অর্ধেকের বেশি সময়ই খেলতে পারবেন না তিনি। জাতীয় দলের খেলা থাকার কারণেই মূলত আইপিএলের পুরোটা খেলা হবে না তার।

 

 

 

 

 

 



 

 

 

 

 

আগামী শনিবার ও রোববার এই দু’দিন হবে আইপিএলের ১৫তম আসরের মেগা নিলাম। যেখানে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটির ক্যাটাগরিতে আছেন সাকিব আল হাসান ও পেসার মোস্তাফিজুর রহমান। এছাড়া ৫০ লাখের ক্যাটাগরিতে আছেন লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামরা।

মেগা নিলামের আগে বিসিসিআইয়ের পক্ষ থেকে বিসিবির কাছে জানতে চাওয়া হয় কোন খেলোয়াড় কতদিন খেলতে পারবেন আইপিএলে? বিসিবির পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সফরের দলে রাখা হবে সাকিবকে। তাই এ দুই সিরিজ বাদে বাকি সময় আইপিএল খেলতে পারবেন সাকিব। শুধু তাই নয়, বাকি চার ক্রিকেটারের অংশগ্রহণ নিয়েও ই-মেইল দিয়েছে বিসিবি। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকবাজ।

সাকিবের আইপিএলে না থাকার বিষয়ে গণমাধ্যমকে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, শ্রীলঙ্কায় আমাদের দুইটি টেস্ট আছে। সেখানে সাকিবকে রাখা হবে। দক্ষিণ আফ্রিকা সফরেও থাকবে। এ দুই সিরিজের মাঝের সময়ে সাকিব চাইলে আইপিএল খেলতে পারে। আমরা ওকে দুই সিরিজের দলেই রাখবো।

কদিন আগে গুঞ্জন উঠে টেস্ট খেলতে অনাগ্রহী সাকিব। শোনা যায় টেস্ট থেকে অবসরও নিতে পারেন অভিজ্ঞ এ অলরাউন্ডার। তবে সব গুঞ্জন উড়িয়ে মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজে টেস্ট খেলতে সম্মতি দিয়েছেন সাকিব। তাতে করে মে মাসের ৮-২৩ তারিখ পর্যন্ত সাকিবকে পাবে না আইপিএল।

উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। এই তালিকায় মোট ১২১৪ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। যেখানে বাংলাদেশের রয়েছেন পাঁচজন। প্রথমে ৯ জন নাম দিলেও শেষ পর্যন্ত ৫ বাংলাদেশিকে নিলামে তুলতে যাচ্ছে সংশ্লিষ্টরা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত