চিন্তিত ইলিয়াস কাঞ্চন!

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি :এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিকে দৃষ্টি ছিল সবার। নির্বাচনের মাসখানেক আগে থেকে শুরু করে এখন পর্যন্ত আলোচনা-সমালোচনা চলছেই। শোবিজ অঙ্গনের তারকারা একে অন্যের দিকে কাদা ছুঁড়েছেন। এমনকি আদালত পর্যন্ত গড়িয়েছে তাদের দ্বন্দ্ব। গেলো ২৮ জানুয়ারি অনুষ্ঠিত দ্বিবার্ষিক এই নির্বাচনে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
আজ (১০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টায় সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি। ফুলেল শ্রদ্ধা শেষে সভাপতি উপস্থিত সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর জন্য দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন নতুন কমিটির সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, কোষাধ্যক্ষ আজাদ খান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ইমন, দপ্তর সম্পাদক আরমান, কার্যকরী সদস্য ফেরদৌস, জেসমিন। এ ছাড়াও ছিলেন রিয়াজ ও নিপুণ। তবে মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত সদস্যদের দেখা মেলেনি।
শ্রদ্ধা নিবেদন শেষে সভাপতি ইলিয়াস কাঞ্চন সাংবাদিকদের বলেন, ‘পাস করার পর শপথের জন্য তাদের (মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত প্রতিনিধি) বলা হয়েছে। সে সময় তারা যে ধরনের কথা বলেছেন তাতে মনে হয়না যে, তারা আমাদের সঙ্গে আসবে। কারণ তারা পাস করার পর আমাদের রেখে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করে এসেছে। আজকে আমরা আসবো সেটা তারা জানে। আমাদের এখনও কার্যকরী পরিষদের মিটিং হয়নি। মিটিং হলে বোঝা যাবে কী হচ্ছে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে শিল্পী সমিতির ভবিষ্যৎ নিয়ে চিন্তার কথা জানিয়ে সভাপতি বলেন, ‘আমরা একটা প্যানেল নিয়ে নির্বাচন করেছি। সেই প্যানেলের সবাই যদি আসতো (জয়ী হতো) তাহলে আমার জন্য কাজ করা সুবিধা হতো। সেই জায়গা থেকে তারা (মিশা-জায়েদ প্যানেল থেকে জয়ী) যদি সাহায্য করে তাহলে আমার কাজ করতে সুবিধা হবে।’
গেলো ২৮ জানুয়ারি শিল্পী সমিতির ভোট উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) বসে তারকাদের মিলনমেলা। সকাল থেকেই তারকাদের আনাগোনায় মুখর হয়ে ওঠে এফডিসি। দিনভর চলে ভোটগ্রহণ। ভোট গণনা শেষে শনিবার (২৯ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।
ভোটযুদ্ধে পর্দার নায়কের বিরুদ্ধে সভাপতি পদে লড়েছেন খল অভিনেতা মিশা সওদাগর। তিনি দীর্ঘদিন শিল্পী সমিতির নেতৃত্বে ছিলেন। সর্বশেষ টানা দুইবারের সভাপতি মিশা সওদাগর। তবে এবার নায়কেরই জয় হয়েছে। হেরে গেলেও নতুন সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন মিশা সওদাগর। এমনকি নতুন কমিটিকে সব ধরনের সহায়তা করার কথাও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, শিল্পী সমিতির এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৪২৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন। ১৯১ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জায়েদ খান। তার প্রতিদ্বন্দ্বী নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত