27 C
Dhaka
সোমবার, মে ২৯, ২০২৩

পরিবারে খাদ্য নেই, শুনলেই খাদ্যসামগ্রী নিয়ে ছুটেন ইউএনও

করোনাকালে সংকটাপন্ন মানুষের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। সরকারের নির্দেশনা বাস্তবায়নে খাদ্য নেই এমন পরিবারের কাছে নিজে গিয়ে দিচ্ছেন খাদ্য সহায়তা। বুধবার (৫ মে) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে, পৌরসভায় অসহায়, হতদরিদ্র, কর্মহীন পরিবারের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কুমার খরাতি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, কোনো মাধ্যমে যদি খবর পাই কারো ঘরে খাদ্যের সমস্যা আছে, তাহলে তাদের বাড়িতে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। করোনায় অনেক পরিবারে উপার্জন করার মানুষটি কর্মহীন হয়ে পড়ায় তাদের খাদ্যের সমস্যা হচ্ছে। কোনো পরিবারে খাদ্য নেই এমন খবর পেলেই সেখানে খাবার নিয়ে যাচ্ছি।

খাদ্য সহায়তা পাওয়া অসহায় পরিবারের সদস্যরা জানান, আমাদের পরিবারে আয় করার মতো কেউ নেই। ইউএনও স্যার আমাদের সমস্যার কথা শুনে নিজেই খাদ্যসামগ্রী নিয়ে বাড়িতে এসেছেন। খাবার পেয়ে তারা প্রধানমন্ত্রী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,785FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles