27 C
Dhaka
রবিবার, জুন ১১, ২০২৩

আইপিএল বন্ধ করে দেয়া ছাড়া উপায় ছিল না!

ভারতের ভয়ঙ্কর রূপ ধারণ করেছে করোনা ভাইরাস। এরই মধ্যে দেশটিতে চলছিলো ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) আসর। অবশ্য তিনটি দলের বেশ কয়েকজন ক্রিকেটার ও কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ার টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

এমন পরিস্থিতির মধ্যে কোনো ক্রিকেট উৎসবের মানে দেখেন না ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হোসাইন। তিনি মনে করেন আইপিএস বন্ধ করে দেয়া ছাড়া আর উপায় ছিল না বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে।

তিনি বলেছেন, ‘আইপিএল বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না। বিশেষ করে, এত জায়গায় জৈব-সুরক্ষা বলয় ভেঙে যাওয়ার পর। যথেষ্ট হয়েছে। এটা স্রেফ ক্রিকেট খেলার চেয়েও অনেক বড় ব্যাপার।’

অবশ্য আইপিএল চলাকালে বেশ কয়েকজন ক্রিকেটার ও আয়োজকরা বলেছিলেন তারা এই মহামারীতে মানুষকে ঘরে রাখতে এবং বিনোদন দিতে এই টুর্নামেন্ট চালিয়ে যেতে চান। সামনে থেকে তারা এমন বললেও, তারাও অস্বস্তিতে ছিলেন বলে মনে করেন নাসের।

তাঁর ভাষ্য, ‘ক্রিকেটাররা নির্বোধ কিংবা অনুভূতিহীন নয়। ভারতে কী হচ্ছে, তারা নিশ্চয়ই সব জানত। টিভিতে তারা অবশ্যই দেখেছে, লোকে হাসপাতালের বিছানা আর অক্সিজেনের জন্য হাহাকার করছে। তারা নিশ্চয়ই দেখেছে, ক্রিকেট মাঠের বাইরে অব্যবহৃত অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। তাদের নিশ্চয়ই তখন মনে হয়েছে, এই অবস্থায় খেলে যাওয়া ঠিক কি না। অবশ্যই অস্বস্তিতে পড়েছে তারা।’

প্রতিদিন যখন ভারতে হাজার হাজার মানুষ করোনায় মারা যাচ্ছেন, এমন অবস্থায় টুর্নামেন্ট দেখাটা অশ্লীল ব্যাপার ছিল বলেও মন্তব্য করেছেন তিনি। জনপ্রিয় এই ধারাভাষ্যকার বলেন, ‘পাশেই যখন এত এত লোক মারা যাচ্ছে, তখন এই টুর্নামেন্ট দেখাটা কখনও কখনও ছিল খুব অশ্লীল ব্যাপার। ক্রিকেটারদের সমালোচনা করছি না আমি, তবে টুর্নামেন্ট বন্ধ করতেই হতো।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,803FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles