28 C
Dhaka
রবিবার, জুন ১১, ২০২৩

শনিবার জিতলে চ্যাম্পিয়ন বায়ার্ন

মৌসুমের শুরু থেকেই তারা আধিপত্য ধরে রেখেছে। নিয়মিত জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা নিজেদের দখলে নেয় বাভারিয়ানরা। শেষ পর্যন্ত তাদের হাতেই উঠছে বুন্দেসলিগার ট্রফিটা। আজই হতে পারে সেই ফয়সালা।

ঘরের মাঠে শনিবার নিজেদের ৩২তম ম্যাচ খেলতে নামবে বায়ার্ন, প্রতিপক্ষ বরুশিয়া মনশেনগ্লাডবাখ। টেবিলের সাত নম্বর দলকে হারানো ছন্দে থাকা বায়ার্নের জন্য কঠিন কিছু না। তবু যদি অঘটন ঘটে তাহলে বাড়তে পারে অপেক্ষা। বর্তমানে ৩১ ম্যাচ থেকে ৭১ পয়েন্ট তুলেছে বায়ার্ন। তাদের ধারেকাছেও নেই অন্য কোনো ক্লাব। দুইয়ে থাকা লাইপজিগের অর্জন ৩১ ম্যাচ থেকে ৬৪। বলা যায় ধরাছোঁয়ার বাইরে। তাই তো আজ মনশেনগ্লাডবাখকে হারাতে পারলে আগেভাগেই শিরোপা উৎসব করবে দলটি। গত কয়েক বছর ধরেই জার্মান লিগে চলছে বায়ার্ন দাপট। শেষ আটবারই তাদের শোকেসে গেছে ট্রফিটা। এবার জিতলে টানা নয়বার বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়বে। হবে না কেন? তাদের শিবিরে রয়েছে দারুণসব তারকা খেলোয়াড়। ফর্মের তুঙ্গে আক্রমণভাগের মূল অস্ত্র রবার্ট লেভানডস্কি। তার দিনে যে কোনো প্রতিপক্ষই পিছু হটা স্বাভাবিক।

শুধু লেভা নন, আক্রমণভাগের আগের তারকা থমাস মুলারও দলের প্রয়োজনে হয়ে যান ত্রাতা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,803FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles