27 C
Dhaka
সোমবার, মে ২৯, ২০২৩

খালেদা জিয়াকে জামিন দিতে এত অসুবিধা কিসের: প্রশ্ন ডা. জাফরুল্লাহ’র

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, খালেদা জিয়াকে জামিন দিতে এত অসুবিধা কিসের? আমি মনে করি এ নিয়ে তর্ক-বিতর্ক না করে মানবতার কারণে, দেশের জন্য, সবার জন্য আজকেই বেগম জিয়াকে বলে দিতে পারেন, আপনার যেখানে ইচ্ছা সেখানে গিয়ে চিকিৎসা নেন। আমাদের সবার উচিত হবে খালেদা জিয়ার জন্য দোয়া করা। রবিবার (৯ মে) টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজার জিয়ারত শেষে দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাফারুল্লাহ চৌধুরী বলেন, ওনার (বেগম খালেদা জিয়া) যে অবস্থা তাতে ওনার চিকিৎসা প্রয়োজন। তিনি অসুস্থ এবং লাঞ্চে পানি আসা এটা খুব খারাপ লক্ষণ। যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে। তাছাড়া আমাদের প্রেসিডেন্ট সাহেব সর্দি-কাশি হলে চিকিৎসার জন্য বাইরে যান, আমাদের প্রধানমন্ত্রীও বাহিরে গিয়ে চিকিৎসা নিয়েছেন। তাহলে তিনি (খালেদা জিয়া) যদি বাইরে গিয়ে চিকিৎসা নিতে চান সেই সুযোগ দেয়া উচিৎ। তবে আমি মনে করি ওনাকে (খালেদা জিয়া) নিয়ে যে চালাচালি করছে সেটা ওনার জন্য, দেশের জন্য পুরো জাতির জন্য একটি বিপদজ্জনক সমস্যার সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, বৃহস্পতিবার আইন মন্ত্রীর কাছে কাছে সেটা তো আধা ঘণ্টার ব্যাপার। যেতে দেবো না দেবো না সে সিদ্ধান্ত নেয়া তো আধা ঘন্টার ব্যপার।

মোদি বিরোধী আন্দোলনে গ্রেফতারকৃত ছাত্রদের সম্পর্কে বলতে গিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, তারা (ছাত্ররা) মোদির বিরুদ্ধে কথা বলেছে। এজন্য তাদেরকে আটক রাখবে? আমি মনে করি মানবিক কারণে, আজকে মানবতার খাতিরে এই যে একটি রোগ ছড়িয়ে পড়ছে জেলখানায়, এজন্য যারা শুধুমাত্র খুনি, যারা মানবতা কে খুন করেছে তাদের ছাড়া সবাইকে জামিন দিয়ে দেয়া হোক। যারা খুন করেছে, লুট করেছে তারাতো দিব্যি বাহিরে ঘুরে বেড়াচ্ছেন বলেও যোগ করেন তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশ একটি বিপর্যস্ত সময় অতিবাহিত করছে। যেভাবে গত কয়েকদিন দেখছেন তাতে রোগ আরো বাড়াবে। বড় লোকেরা প্লেনে যেতে পারবে, তাদের নিজেদের গাড়িতে যেতে পারবে কিন্তু সাধারন মানুষ বছরে একটা দিন ঈদ করতে পারবে না এটা হতে পারে না। তিনি বলেন, রোগ বাড়তে পারে এই জন্য অনেক সহজ উপায় ছিলো। পরিস্কারভাবে বলা হচ্ছে যারা বাড়িতে যাবেন অনুগ্রহ পূর্বক একদিন আগে রোগটা পরীক্ষা করে নিন। তারা (সরকার) রোগে কম মৃত্যু দেখানোর জন্য কম পরীক্ষা করছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, মওলানা অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম মেম্বার নঈম জাহাঙ্গীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব, ভাষানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম মেম্বার এরফানুল বারী, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ফরিদ উদ্দিন, টাঙ্গাইল জেলা ভাসানী অনুসারী পরিষদের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ খান শোভা প্রমুখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,785FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles