ভারত মহাসাগরে পড়লো চীনা রকেটের ভাঙা অংশ

| আপডেট :  ০৯ মে ২০২১, ০৫:৫২  | প্রকাশিত :  ০৯ মে ২০২১, ০৫:৫২

অবশেষে চীনের নিয়ন্ত্রণ হারানো রকেট নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার সমাপ্তি ঘটলো। বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটার দিকে এটি পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরেছে। এর ধ্বংসাবশেষ পড়েছে মালদ্বীপের কাছাকাছি ভারত মহাসাগরে। এ তথ্য জানিয়েছে চীন। দেশটির মহাকাশ সংস্থার দাবি, বায়ুমণ্ডলে ঢোকার সময়ই বিস্ফোরিত হয়েছে রকেটটি। কিছু ধ্বংসাবশেষ সাগরে পড়ে থাকতে পারে।

এখনও মালদ্বীপের তরফ থেকে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানানো হয়নি। মার্কিন মহাকাশ পর্যবেক্ষকরাও রকেটটির বায়ুমণ্ডলে ফেরার তথ্য নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, সবশেষ মধ্যপ্রাচ্যের কিছু দেশের আকাশে রকেটটি দেখা যায়।

এর আগে, বাংলাদেশ সময় সকাল ৮টা ৪ মিনিট থেকে সাড়ে ৯টার মধ্যে রকেটটি বায়ুমণ্ডলে ঢোকার পূর্বাভাস দিয়েছিলেন বিজ্ঞানীরা।

উল্লেখ্য, চীনের নিয়ন্ত্রণ হারানো রকেট ‘লং মার্চ ফাইভ বি’ নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছে পৃথিবীতে। ২১ টন ওজনের রকেটটি জনবহুল এলাকায় পড়লে ক্ষয়ক্ষতির শঙ্কা ছিলো। ২৯ এপ্রিল চীনের ওয়েরচ্যাং স্পেসকেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় ‘লং মার্চ-ফাইভ-বি’ রকেট। গন্তব্যে পৌঁছার পর নিয়ন্ত্রণ হারায় রকেটের ১০০ ফুট লম্বা বুস্টার।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত