27 C
Dhaka
সোমবার, মে ২৯, ২০২৩

ইউনিয়ন পরিষদ নির্বাচন: যে সব বিষয়ে আলোচনা বৈঠকে

করোনাভাইরাস সংক্রমণ যতই খারাপ হোক স্থগিত থাকা লক্ষ্মীপুর-২, সিলেট-৩২, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পক্ষে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১১ মে) রাজধানী নির্বাচন ভবনে অনুষ্ঠিত ইসির বৈঠক এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, ‘সব নির্বাচন নেওয়া হবে। করোনা পরিস্থিতি যতই খারাপ হোক না কেন। আমাদেরকে নির্বাচন করতেই হবে। লক্ষ্মীপুর-২ ও সিলেট-৩২ আসনে সিইসির ক্ষমতার পরবর্তী ৯০ দিনও পার হয়ে গেছে। আমরা চাচ্ছি কমিশন একমত হলে এসব নির্বাচন সম্পন্ন করে ফেলব।

তিনি বলেন, আগামী ১৯ মে কমিশন সভা অনুষ্ঠিত হবে। গত ১১ মার্চ যেসব নির্বাচন স্থগিত হয়েছে সেগুলো নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, মঙ্গলবারের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), ইসি সচিব, অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, আইডিয়া প্রকল্পের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে চার নির্বাচন কমিশনারের কেউ বৈঠকে উপস্থিত ছিলেন না।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,785FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles