27 C
Dhaka
রবিবার, জুন ১১, ২০২৩

চট্টগ্রামের বাকলিয়ায় একটি বাসায় বিস্ফোরণ, দগ্ধ ৫

চট্টগ্রামের বাকলিয়া থানার ভরাপুকুর পাড় এলাকার একটি বাসায় বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। সিগারেটের জন্য গ্যাস লাইটার জ্বালানোর পরই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

শনিবার (১৫ মে) রাত ৮টার দিকে জনৈক আব্দুল হামিদ মিয়া ভবনের একটি ফ্ল্যাটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন— প্রদীপ দাশ (৫২), মধুসূদন দত্ত (৪৫), যদু বিশ্বাস (৫৫), পংকজ দে (৪০) এবং কিশোর কুমার দে (৪২)।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বিডি২৪লাইভকে বলেন, পাঁচজন মিলে ঘরে তাস খেলার সময় সিগারেটের জন্য গ্যাস লাইটার জ্বালায় প্রদীপ। লাইটার জ্বালাতেই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং পাঁচজন দগ্ধ হয়। সাড়ে ৮ টার দিকে আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার পর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।’

‘এদের মধ্যে প্রদীপের অবস্থা আশঙ্কাজনক বলেছেন বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন’— বলেন তিনি।

এদিকে চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন জানিয়েছেন, আহতদের শরীরের ৪০ থেকে ৭৫ শতাংশ পুড়ে গেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,803FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles