দেশে চীনের টিকা উৎপাদনের অনুমতি পেল ইনসেপ্টা

| আপডেট :  ১৬ মে ২০২১, ০৭:১৪  | প্রকাশিত :  ১৬ মে ২০২১, ০৭:১২

দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টাকে চীনের সিনোফার্মের টিকা উৎপাদনের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। রবিবার (১৬ মে) বিকেলে অধিদপ্তরের পক্ষ থেকে সাংবাদিকদের এতথ্য জানানো হয়।

অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান বলেন, ‘এ মাসেই তারা (ইনসেপ্টা) কাজ শুরু করবে। তিন চারটি কোম্পানি আবেদন করেছিল। তাদের মধ্য থেকে ইনসেপ্টাকে টিকা উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে।’

এ প্রসঙ্গে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের একজন কর্মকর্তা জানান, টিকা উৎপাদনে তারা প্রস্তুত। ২০১১ সাল থেকেই টিকা তৈরি করে আসছে ইনসেপ্টা। করোনার টিকা উৎপাদনেও যথেষ্ট প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

এর আগে, গত ১২ মে উপহার হিসেবে বাংলাদেশকে পাঁচ লাখ ডোজ করোনার টিকা দেয় চীন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে ওই টিকা হস্তান্তর করেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত