28 C
Dhaka
রবিবার, জুন ১১, ২০২৩

এক ফোন কলেই বন্ধ হবে ই’সরায়ে’লের বিমান হা’ম’লা!

ফিলিস্তিনিরে অধিকৃত গাজা উপত্যকায় আট দিন ধরে বর্বরতা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। বিমান হামলা চালিয়ে নির্বিচারে মানুষ মারা হচ্ছে সেখানে। রক্তক্ষয়ী এ বিমান হামলা মাত্র ‘একটি ফোন কলেই’ বন্ধ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (১৭ মে) এক টুইটে এমন দাবি করেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রো খান্না। এর আগে এক সাক্ষাৎকারে অস্ত্রবিরতি না চাওয়ায় বাইডেন প্রশাসনকে কঠোর তিরস্কার করেছেন খান্না।

রো খান্না বলেন, যদি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আজ ফোন দেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বলেন, অস্ত্রবিরতিতে আসতে হবে। তাহলে তখনই অস্ত্রবিরতি হয়ে যাবে।

যদিও মানবাধিকার গোষ্ঠীগুলোর অব্যাহত চাপের মুখে গাজায় সহিংসতা বন্ধে সমর্থন দেয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

হামাস-ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতিতে মার্কিন প্রেসেডেন্টের সমর্থন ব্যক্ত করার কথা সোমবার (১৭ মে) এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস।

দুই পক্ষের মধ্যে সংঘাত বন্ধে মিসরসহ অন্যান্য অংশীদার দেশের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির পক্ষে বাইডেন এখন তার সমর্থন ব্যক্ত করলেও রোববার ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে সংঘাত বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বান সংবলিত বিবৃতি আটকে দেয় যুক্তরাষ্ট্র।

ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে নিরাপত্তা পরিষদের বৈঠক থেকে কোনো ফল আসেনি। এতে হামাস-ইসরায়েল সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়ালেও এখন পর্যন্ত তা বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

গাজায় উপত্যকায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে ৬১টি শিশু রয়েছে। হোয়াইট হাউস বিবৃতি জানায়, হামাসের নির্বিচার রকেট হামলার বিপরীতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বাইডেন। যদিও ইসরায়েলের সহিসংতার প্রতি বাইডেনের একতরফা সমর্থনে তার ডেমোক্র্যাটিক পার্টিতে ক্ষোভ রয়েছে। সূত্র : মিডল ইস্ট আই

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,803FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles