28 C
Dhaka
রবিবার, জুন ১১, ২০২৩

রবিবার জামিন না হলে কঠোর প্রতিবাদ কর্মসূচির হুঁশিয়ারি

সাংবাদিক রোজিনা ইসলামের আগামী রবিবার জামিন না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক সমাজ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সকল সাংবাদিক সংগঠন এক মঞ্চে রোজিনা ইসলামের মুক্তির দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। শুক্রবার (২১ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্যানারে প্রতিবাদ কর্মসূচিতে এ ঘোষণা দেন সাংবাদিক নেতারা।

পুরো ঘটনাটি সাজানো উল্লেখ করে বক্তারা বলেন, রোজিনা ইসলামকে মুক্তির পাশাপাশি হেনস্তার সাথে জড়িত ব্যক্তিদেরও শাস্তি দিতে হবে। সরকারকে আমলানির্ভর না হয়ে জনবান্ধব হওয়ার আহ্বান জানান তারা।

এসময় রোজিনা ইসলামের মুক্তির পাশাপাশি তাঁকে হেনস্তাকারী সরকারি কর্মকর্তাদেরও শাস্তি দাবি করেন সিনিয়র সাংবাদিকরা।

সরকারের বিভিন্ন পর্যায়ের উপমন্ত্রী ও নেতাদের ফেসবুকে রোজিনাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোরও প্রতিবাদ করা হয় এই সমাবেশে।

১৯২৩ সালের ঔপনিবেশিক অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিলের দাবি জানিয়ে সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি জানান বক্তারা। রোজিনা ইসলামের ঘটনায় গঠিত তদন্ত কমিটি বাতিল করে নিরপেক্ষ তদন্ত কমিটি দিয়ে তদন্ত করার দাবি জানান সাংবাদিক নেতারা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,803FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles