27 C
Dhaka
সোমবার, মে ২৯, ২০২৩

মোহাম্মদপুরে পুলিশের ভুয়া এসআই গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে সোহেল রানা (৩১) নামের পুলিশের এক ভুয়া এসআইকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২১ মে) বিকাল সোয়া ৫টার দিকে টাউন হল মোড় থেকে তাকে গ্রেফতারের পর থানায় সোপর্দ করে ট্রাফিক পুলিশ। গ্রেফতার সোহেলের গ্রামের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার ৫নং গোঁসাইপুর ইউনিয়নের ভারেরা গ্রামে। তার বাবার নাম মৃত ইসরাফিল খান।

মোহাম্মদপুর ট্রাফিক জোনের সার্জেন্ট মো. সোহরাব হোসেন বলেন, আজ বিকালে টাউন হল মোড়ে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করছিলাম। এ সময় চালকের কাছে বাইকের কাগজপত্র ও লাইসেন্স দেখতে চাইলে তিনি জানান বাসায়। পরে মোটরসাইকেল রেখে তিনি কাগজপত্র আনতে বাসায় যান।

তিনি বলেন, একটু পরে একজন লোক এসে মোটরসাইকেলটি ছেড়ে দেওয়ার জন্য সুপারিশ করেন। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে পুলিশের এসআই বলে পরিচয় দেন। এবং পুলিশ সদর দপ্তরে কর্মরত রয়েছেন উল্লেখ করে আইডি কার্ড বের করে দেন। কিন্তু তার কথাবার্তা ও আচরণ সন্দেহ হওয়ায় তাকে পুলিশ বক্সে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। বিপি নম্বর ও কবে কোথায় ট্রেনিং করেছেন বলতে না পারায় তাকে মোহাম্মদপুর থানায় সোপর্দ করি।

এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান সার্জেন্ট মো. সোহরাব।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই ফারুকুল ইসলাম বলেন, পুলিশ পরিচয় দেওয়া যুবক সোহেল রানার বিরুদ্ধে রাতে থানায় মামলা হয়েছে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, এক ভুয়া এসআইকে আটক করে থানায় দিয়ে গেছে ট্রাফিক পুলিশ। আমি মাত্র থানায় আসলাম। খোঁজখবর নিচ্ছি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,785FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles