27 C
Dhaka
সোমবার, মে ২৯, ২০২৩

এলাকাভিত্তিক লকডাউনে ব্যাংকিং কার্যক্রমের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মহানগর বা জেলা প্রশাসন স্থানীয়ভাবে লকডাউন জারি করলেও সেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক। লেনদেনও চলবে। মঙ্গলবার (২৫ মে) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে মহানগর বা জেলা প্রশাসন কর্তৃক স্থানীয়ভাবে লকডাউন ঘোষিত হলেও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে। এক্ষেত্রে শাখার কর্মকর্তা ও কর্মীদের যাতায়াত নির্বিঘ্ন রাখার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে হবে।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ মঙ্গলবার থেকে চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। এ সময় জেলায় দোকানপাট বন্ধ থাকার পাশাপাশি জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ বিষয় সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকিং কার্যক্রমের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে এ নির্দেশনা দেয়া হলো।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময় আগের মতো সীমিত পরিসরে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে। এছাড়া লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,785FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles