28 C
Dhaka
রবিবার, জুন ১১, ২০২৩

হাসপাতালে সাইফউদ্দিন

ব্যাট করতে এসে হেলমেটে আঘাত পান সাইফউদ্দিন। এতে গুরুতর ইনজুরিতে পড়েন এই পেস অলরাউন্ডার। যার কারণে প্রথম ইনিংসের বিরতির সময়ই তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তার বদলি হিসেবে কনকাশন সাব হিসেবে মাঠে নেমেছেন তাসকিন আহমেদ।

আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় বিসিবি কার্যালয়ের সামনে একটি অ্যাম্বুলেন্স দেখা যায়। এর ১০ মিনিট পরই সাইফকে নিয়ে বের হয়ে যায় অ্যাম্বুলেন্সটি। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে সাইফের বেশ গাড়ির লোকজনদের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে দেখা যায়।

ম্যাচের ৪৭তম ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইকে ছিলেন সাইফউদ্দিন। দুশমন্থ চামিরার শর্ট বল সাইফউদ্দিনের হেলমেটকে আঘাত করে। জোরালো গতির কারণে মাথায় কিছুটা আঘাত পান তিনি। ওই সময় রান নিতে গিয়ে আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালে নেওয়া হচ্ছে তাকে।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় মাথায় আঘাত পেলে তার বদলি হিসেবে একই ক্যাটাগরির কোনো খেলোয়াড়কে একাদশে অন্তর্ভুক্ত করা যাবে। পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনের বদলি হিসেবে টিম ম্যানেজমেন্ট তাই বেছে নিয়েছে তাসকিনকে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,803FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles