27 C
Dhaka
সোমবার, মে ২৯, ২০২৩

ইসরাইলকে বয়কটের ডাক অসলো বিশপের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ জনগণের ওপর দখলদার ইসরাইলের বর্বর হত্যাযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে যে ঐক্যের সুর বেজে উঠেছে, তাতে কণ্ঠ মিলিয়েছেন নরওয়ের রাজধানী অসলোর বিশপ ক্যারি ভিতেবার্গ।

তিনি ইসরাইলকে বয়কট করার জন্য নরওয়ের গির্জার প্রধানদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর তাসনিম নিউজের।

বিশপ ভিতেবার্গ বলেছেন, আমি বিশ্বাস করি সাধারণ বয়কট আন্দোলন হতে পারে ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে সেরা অহিংস প্রতিরোধ আন্দোলন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় ফিলিস্তিনি জনগণের জন্য আর্থিক সহায়তা করার নৈতিক ও আইনি বাধ্যবাধকতা রয়েছে। আমরা নরওয়ের গির্জাগুলোর প্রতি ‘ইসরাইল বয়কট’ আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানাই। আমরা মনে করি- সমস্যার সমাধান ও শান্তি আনার জন্য ইসরাইল থেকে পুঁজি প্রত্যাহার এবং তেলআবিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ভালো উপায় হতে পারে।

গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের পর বিশপ ক্যারি ভিতেবার্গ তার ফেসবুক পেজে এসব কথা লিখেছেন।

এ আহ্বানে সমালোচনার মুখেও পড়েছেন তিনি। অসলোর ন্যাশনাল কনজারভেটিভ প্রগ্রেসিভ পার্টির নেতা ও অসলোর এমপি ক্রিশ্চিয়ান টাইব্রিং জিজেদ্দে বিশপ ক্যারি ভিতেবার্গকে ইহুদিবিরোধী বলে মন্তব্য করেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,785FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles