আজ আকাশ পরিষ্কার থাকলে দেখা যাবে ‘সুপারমুন’

| আপডেট :  ২৬ মে ২০২১, ০৯:১৫  | প্রকাশিত :  ২৬ মে ২০২১, ০৯:১৫

আজ বুধবার (২৬ মার্চ) চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ। একই সময় আরও একটি দুর্লভ মহাজাগতিক দৃশ্য সংঘটিত হতে চলছে আজ। পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসায় একইসঙ্গে সর্ববৃহৎ পূর্ণচন্দ্র বা সুপারমুন দেখা যাবে।

নাসা জানিয়েছে, আজ চাঁদ পৃথিবীর নিকটতম বিন্দুতে অবস্থান করায় তাকে স্বাভাবিকের তুলনায় অনেকটাই বড় দেখাবে। এমন চাঁদকেই সুপারমুন বলা হয়। একইসঙ্গে সূর্য, চাঁদ ও পৃথিবী ঘুরতে ঘুরতে এমন অবস্থানে এসে উপস্থিত হবে যে পৃথিবীর ছায়া চাঁদকে সম্পূর্ণভাবে ঢেকে দেবে। এর ফলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। ওই সময় চাঁদকে দেখলে মনে হবে, একটা কালচে লাল রঙের আভা যেন তাকে ঘিরে আছে। এছাড়া আকাশ পরিষ্কার থাকলে আজ দেখা মিলবে ব্লাড মুনেরও।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত