রাতে পানিবন্দি ৯০ পরিবার উদ্ধার

| আপডেট :  ২৬ মে ২০২১, ১২:২৮  | প্রকাশিত :  ২৬ মে ২০২১, ১২:২৮

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বিছিন্ন ইউনিয়ন ঢালচর থেকে ৫০ পরিবারকে উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ৯টার তাদের উদ্ধার করে কোস্টগার্ড চরমানিকা আউট পোস্ট।

এদিকে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ও চরকুকরী মুকরী ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন চরপাতিলা থেকে ৪০ পরিবারকে পানিবন্দি থেকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়েছেন।

চরমানিকা আউটপোস্ট কন্টিনজেন্ট কমান্ডার চিপ পেটি অফিসার জমির উদ্দিন জানান, তারা জীবনের ঝুঁকি নিয়ে ঢালচর থেকে ৫০ পরিবারকে উদ্ধার করে চরমানিকার কচ্ছপিয়া ঘাটে আনলে উদ্ধারকৃত পানিবন্দি মানুষ তাদের আত্নীয়-স্বজনের বাড়িতে চলে যায়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত