27 C
Dhaka
সোমবার, মে ২৯, ২০২৩

নতুন কোচ পেলো ইতালিয়ান চ্যাম্পিয়নরা

একদশক পর অ্যান্তোনিও কন্তের হাত ধরে সিরি আ’ শিরোপা শিরোপা ঘরে তুলেছে ইন্টার মিলান। দলকে চ্যাম্পিয়ন করেই বিদায় জানিয়ে দিয়েছেন কন্তে। একদিনের মাথায় নতুন কোচের সন্ধান পেয়েছে ইন্টার। লাৎজিওর কোচ সিমিওনে ইনজাগি দায়িত্ব গ্রহণ করতে চলেছেন মিলানের দলটির।

বৃহস্পতিবার (২৭ মে) ইউরোপিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো বিষয়টি নিশ্চিত করেছেন। এর পর একের পর এক গণমাধ্যমে বিষয়টি প্রকাশ করা হচ্ছে।

সিমিওনে ইতালি জাতীয় দলের সাবেক তারকা ফিলিপ্পো ইনজাগির আপন ছোট ভাই। ৪৫ বছর বয়সী এই কোচ ইতালি জার্সিতে খেলেছেন তিনটি ম্যাচ। ১৯৯৪ সালে ক্যারিয়ার শুরু। পেশাদার ফুটবলে সাম্পাডোরিয়া, আতালান্তার মতো জার্সি পরেছেন। তবে ক্যারিয়ারের বেশিরভাগ সময় লাৎজিওর হয়ে মাঠ মাতান।

২০১০ সালে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন সিমিওনে ইনজাগি। একই বছর লাৎজিওর জুনিয়র দলের কোচ হিসেবে দায়িত্ব নেন। চার বছর পর মূল দলের হাল ধরেন।

তার অধীনে ২৫১ ম্যাচের মধ্যে ১৩৪টিতে জয় পায় লাৎজিও। কোচ হিসেবে ২০১৮/১৯ মৌসুমে কোপা ইতালিয়া জিতেছেন সিমিওনে ইনজাগি। ২০১৭ ও ২০১৯ সালে সুপারকোপা ইতালিয়ানার শিরোপায় চুমু খান তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,785FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles