28 C
Dhaka
রবিবার, জুন ১১, ২০২৩

নেতাকর্মীরা চাইলেই খালেদা জিয়া মুক্তি পাবে: গয়েশ্বর

দলের নেতাকর্মীরা চাইলেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পাবে এবং তারেক রহমান দেশে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার (৭ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর বলেন, আমরা চাইলে বেগম খালেদা জিয়ার মুক্তি হবে, তারেক রহমান দেশে ফিরে আসবেন। তাই খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। আমি খালেদা জিয়ার পক্ষ থেকে আরেকটি যুদ্ধ করতে বলবো।

দেশের স্বাধীনতা সংগ্রামে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান তুলে ধরতে গিয়ে গয়েশ্বর বলেন, জিয়াউর রহমান প্রথমে পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ ঘোষণা করে নিজেকে রাষ্ট্রপতি দাবি করে স্বাধীনতা ঘোষণা করেন। পরবর্তীতে আবার শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা করেন। তিনি শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় স্বাধীনতা ঘোষণা করেননি।

আয়োজক সংগঠনের আহবায়ক রমিজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল প্রমুখ বক্তৃতা করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,803FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles