লোহার দাম কমলো

| আপডেট :  ২৯ মে ২০২৩, ১২:৫৮  | প্রকাশিত :  ২৯ মে ২০২৩, ১২:৫৮

আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার সরবরাহ মূল্য আরও কমেছে। গত ৭ মাসের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী চীনে চাহিদা দুর্বল রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির দরপতন ঘটেছে।

গত শুক্রবার কার্যদিবসের শুরুতে চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী সেপ্টেম্বরের লৌহ আকরিকের দাম কমেছে ২ দশমিক ৫ শতাংশ। টনপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ৬৬৫ দশমিক ৫০ ইউয়ানে বা ৯৬ ডলার ২৮ সেন্টে।

গত ২ ডিসেম্বরের পর যা সর্বনিম্ন। অর্থাৎ বিগত ৬ মাসের তা সবচেয়ে কম। আগের কর্মদিবসে (বৃহস্পতিবার) মূল্যবান ধাতুটির মূল্য ছিল ৬৮৪ ইউয়ান বা ৯৮ ডলার ৯৬ সেন্ট।

আলোচ্য দিনের শুরুতে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগামী জুনের আকরিক লোহার চুক্তি মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৮ শতাংশ। প্রতি টনের দর স্থির হয়েছে ৯৪ ডলারে।

গত নভেম্বরের পর যা সর্বনিম্ন। এর মানে বিগত ৭ মাসের মধ্যে তা সবচেয়ে কম। আগের দিন দামি ধাতুটির দাম ছিল ৯৬ ডলার ০৫ সেন্ট। সবমিলিয়ে গত সপ্তাহে আকরিক লোহার দরপতন ঘটেছে প্রায়৭ শতাংশ।

আগামী জুনে চীনে গ্রীষ্মকাল শুরু হবে। সেমসয় দেশটির নির্মাণ খাত মন্থর থাকবে। ফলে ইস্পাতের চাহিদা কমতে পারে। তাতে শক্ত ধাতুটি তৈরির মূল উপকরণ লৌহ আকরিকের দাম কমছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত