28 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩

হোটেল ম্যানেজার জাহাঙ্গীরের হত্যার প্রধান আসামি গ্রেফতার

পটুয়াখালীতে আগুনে পুড়িয়ে হোটেল ম্যানেজার জাহাঙ্গীর ফকির হত্যার প্রধান আসামি সাকিব গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ জুন) ভোররাতে বরিশালের উজিরপুরে খালার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এরপর দুপুরে পুলিশ সুপারের সম্মলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার সাইদুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে সাকিব দেশের বিভিন্ন স্থানে পরিচয় গোপন করে পলাতক অবস্থায় ছিল। শুক্রবার রাতে উজিরপুরে মামার বাসায় আশ্রয় নিলে প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ভোররাতে তাকে গ্রেফতার করে পটুয়াখালী সদর থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপার্দ করা হবে।

প্রসঙ্গতঃ রেস্ট হাউজের কক্ষে বসে নেশা করতে না দেয়ায় গত ২জুন সন্ধ্যায় পটুয়াখালী শহরের ফটিকের খেয়াঘাট সংলগ্ন সিকদার গেষ্ট হাউসের ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় শহরের চিহ্নিত সন্ত্রাসী সাকিব গাজীর নেতৃত্বে অজ্ঞাত দুবৃত্তচক্র। টানা ৬দিন যন্ত্রণা ভোগের পর বুধবার ভোররাতে শেখ হাসিনা বার্ণ ইনিষ্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই জামাল ফকির গত ৬ জুন সাকিব গাজী ও শাহীন গাজী এবং অজ্ঞাত ৪/৫ জনের নামে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৮।

হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার সকালে দুমকি উপজেলার মুরাদিয়া বোর্ডবাজার এলাকায় জাহাঙ্গীরের লাশ নিযে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

পরে মুরাদিয়া জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,870FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles