বাবা আমি তোমার অযোগ্য কু-সন্তান’- লিখে বিশ্ববিদ্যালয় ছাত্র চলে গেলেন পরপারে!
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের কালীপুর মধ্যম তরফ এলাকা থেকে জুবায়ের ইবনে নুর প্রজ্ঞা নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে ‘বাবা আমি তোমার অযোগ্য কু-সন্তান’- লিখে তিনি আত্মহত্যা করেছেন বলে গেছে। বৃহস্পতিবার রাতে তার লাশ উদ্ধার করা হয়।
জুবায়ের ইবনে নুর প্রজ্ঞা উপজেলার মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ কালনের পুত্র। তিনি ঢাকার ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী। তিনি জানান, আত্মহত্যার পূর্বে ওই শিক্ষার্থীর হাতের লিখা একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে মান-অভিমানের বিষয়টি উল্লেখ করেছে। সে লিখেছে ‘বাবা আমি তোমার অযোগ্য সন্তান, কু-সন্তান।’ এ ঘটনায় গৌরীপুর থানার একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রতিবেশী ও তার বন্ধুরা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পড়ার রুমে দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে প্রজ্ঞা। তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরীপুর থানার এসআই মো. নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধারের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় গৌরীপুর সরকারি কলেজ মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা ও মাওহা ইউনিয়নের কিল্লাতাজপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত