দিঘীর এইচএসসি পরীক্ষার ফল হাতে

আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল ঘোষণা করেন।
এবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তিনি পেয়েছেন জিপিএ ৩.৭৫। রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন এই চিত্রনায়িকা।
ফলাফলা জানার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মকালকে দীঘি বলেন, ‘পেন্ডমিকের এই পরিস্থিতিতে পরীক্ষা দিয়ে পাস করেছি তাতেই আমি খুশি। আমার বাবাও খুশি।’
প্রার্থনা ফারদিন দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সময়টা ২০০৬ সাল।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত