আজ ফাইনালে ওঠার লড়াই
শিরোপার লড়াইয়ে টিকা থাকা চার দলের একটি আজ ফাইনালে উঠে যাবে। এই যুদ্ধে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বিপিএলের লিগ পর্বের শীর্ষ দুই দল ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম কোয়ালিফায়ার ম্যাচের আগে এলিমিনেটর ম্যাচে দেখা হবে খুলনা টাইটান্স ও চট্টগ্রামের চ্যালেঞ্জার্সের।
এই ম্যাচের বিজয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে, পরাজিত দল বিদায় নেবে। ফাঁকা মাঠের শূন্যতা ঘুচিয়ে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দর্শক থাকবে চার হাজারের বেশি। টুর্নামেন্টের শেষের রোমাঞ্চ শুরুর আগে মাঠে দর্শক ফেরার খবর আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। লিগ পর্বের শেষদিনের রানপ্রসবা উইকেট রানের আশা জাগাচ্ছে আসল টি ২০ বিনোদনের।
শেষ চারে উঠতে ব্যর্থ হওয়া একটি দল সিলেট সানরাইজার্স, অন্যটি তামিম ইকবাল, মাশরাফি মুর্তজা, মাহমুদউল্লাহর মিনিস্টার ঢাকা। টুর্নামেন্টের শুরু থেকেই দাপুটে ক্রিকেট খেলা কুমিল্লা ও বরিশাল সমানতালে এগিয়েছে। দুদলের দায়িত্বে দেশের সেরা দুই কোচ খা
লেদ মাহমুদ ও মোহাম্মদ সালাউদ্দিন। দেশি-বিদেশি মিলে তারকা খেলোয়াড়েরও ছড়াছড়ি দুই দলে। দুটি সুযোগ থাকায় প্রথম কোয়ালিফায়ারের আগে নির্ভার দুদল। আজ যারা হারবে দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা এলিমিনেটর ম্যাচে জয়ী দলের বিপক্ষে খেলবে। বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান দুর্দান্ত ফর্মে আছেন। টানা পাঁচ ম্যাচে সেরা খেলোয়াড় হয়ে গড়েছেন বিশ্বরেকর্ড। আইপিএলের নিলামে প্রথমবারের মতো দল না পাওয়া সাকিব হয়তো মানসিকভাবে স্বস্তিতে নেই।
তবে দল না পাওয়ার ক্ষোভ তিনি উগরে দিতে পারেন কুমিল্লার বিপক্ষে। টুর্নামেন্টে বরিশালকে সাকিব একা টেনেছেন এটা মানতে রাজি নন দলের অলরাউন্ডার জিয়াউর রহমান। তিনি বলেন, ‘সাকিবের পারফরম্যান্স নিঃসন্দেহে অসাধারণ। তবে ক্রিকেট একার খেলা না। সবাই মিলেই দল। সাকিব অবশ্যই ভালো করেছে, টানা পাঁচ ম্যাচে ম্যাচসেরা। এতে আমাদের দলেরও ভালো হয়েছে।’ ক্রিস গেইল, ডুয়ানে ব্রাভোর কাছ থেকে সাকিব অভিজ্ঞতার শেষটা নেওয়ার অপেক্ষায় থাকবেন। মুনিম শাহরিয়ার ওপেনিংয়ে দুর্দান্ত শুরু এনে দিচ্ছেন। বোলিংয়ে মুজিব উর রেহমান ও সাকিবের আট ওভারে ম্যাচের চিত্র পালটে যাচ্ছে।
এদিকে কুমিল্লার বিদেশি খেলোয়াড় ফাফ ডু প্লেসি, মঈন আলী ও সুনীল নারিন। আগের ম্যাচে সেঞ্চুরি করা ডু প্লেসি ঠিক সময়ই জ্বলে উঠেছেন। মঈন খেলছেন আক্রমণাত্মক। ওপেনার লিটন দাসও দারুণ ছন্দে আছেন। বোলিংয়ে মোস্তাফিজুর রহমান ও নারিন ব্যবধান গড়ে দিতে পারেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত