পবিপ্রবি এসোসিয়েশন কমিটি গঠন: সাইফুল সভাপতি, আবু বকর সম্পাদক

| আপডেট :  ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৯  | প্রকাশিত :  ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৯

জুবায়ের ইসলাম, পবিপ্রবি (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০০৭-০৮ সেশনের গ্রাজুয়েটরা “বন্ধন০৭-০৮”, পবিপ্রবি এসোসিয়েশন নামে স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করে ” বন্ধন০৭-০৮”, পবিপ্রবি এসোসিয়েশন কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

 

 

 

 



 

 

 

রবিবার(১৩ ফেব্রুয়ারি) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন টিএসসিতে ” বন্ধন০৭-০৮”, পবিপ্রবি এসোসিয়েশন নির্বাহী কমিটি নির্বাচন-২০২২ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ভোটারগন স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে মোহাম্মদ সাইফুল ইসলাম কে সভাপতি ও মোঃ আবু বকর সিদ্দিক কে সাধারণ সম্পাদক নির্বাচিত করার মধ্য দিয়ে “বন্ধন ০৭-০৮”, পবিপ্রবি এসোসিয়েশনের ১৩ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি আগামী ২ বছরের জন্য গঠন করেন।

 

 

 

 

 



 

 

 

 

 

কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আবদুল্লাহ-আল-জাবির ও মোঃ আবু সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান ও মোঃ ইমাম হাসান রুবেল, সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কে. এম জাকারিয়া, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহীম আসাদ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক জলিল মিয়া, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল হাই খোকন এবং অর্থ সম্পাদক মোঃ মনজুর মোর্শেদ ও মোঃ শফিকুল ইসলাম শাওন নির্বাচিত হন।

 

 

 

 



 

 

 

 

 

উল্লেখ্য এই এসোসিয়েশনের সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ন সম্পর্ক ও সহমর্মিতার যোগসূত্র স্থাপন, এবং একটি অরাজনৈতিক, অলাভজনক এবং সেবামূলক সংগঠন গঠন করেছে এসোসিয়েশনের সদস্যদের বিপদ- আপদে সহযোগিতার মানসে নিরবিচ্ছিন্নভাবে কাজ করাই এই এসোসিয়েশন গঠনের উদ্দেশ্য।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত