ইউক্রেনে হামলা করলে রাশিয়াকে ‘দ্রুত’ জবাব: বাইডেন

| আপডেট :  ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৫  | প্রকাশিত :  ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৫

ইউক্রেনের ওপর রাশিয়া যে কোনো ধরনের আগ্রাসন চালালে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে নিয়ে ‘দ্রুত’ জবাব দেবে বলে হুশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় রোববার হোয়াইট হাউসে তিনি এসব কথা বলেছেন।

 

 

 

 

 

 



 

 

 

 

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সতর্ক করে বলেছেন, ইউক্রেনে হামলা চালানোর জন্য মস্কো একটি ‘অজুহাত’ খুঁজছে। এ অবস্থায় উত্তেজনা কমানোর জন্য কূটনৈতিক পথ অনুসরণ করার কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি।

জেলেনস্কির অফিস জানিয়েছে, রাশিয়া যদি তার পশ্চিম প্রতিবেশী রাষ্ট্রকে হামলা চালায় তবে তার বিরুদ্ধে সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সিবিএস নিউজকে বলেছিলেন, গত ১০ দিনে রাশিয়ার বাহিনীর কার্যক্রমে ‘নাটকীয় উত্তেজনা’ দেখা গেছে। তারা ‘মূলত যে কোনো সময় একটি সামরিক পদক্ষেপ শুরু করতে পারে’। খবর- আলজাজিরা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত