নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরী করায় লাখ টাকা জরিমানা

| আপডেট :  ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৩  | প্রকাশিত :  ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩১

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরী করায় দুই ব্যাকারী মালিককে ১ লক্ষ ১৫ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৪ ফেব্রুযারী) দুপুরে এবি গুহ রোডে এমহক বেকারী এবং টিপ টপ বেকারী মালিককে এসব জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‍্যাব ১৪’র মেজর আখের মুহম্মদ জয় এবং সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন।

মেজর আখের মুহম্মদ জয় বলেন, সাধারন মানুষের স্বার্থ সংশ্লিষ্ট এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। র‌্যাব সবসময় মানুষের উপকারে কাজ করে আসছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে একটি মহল তাদের ব্যবসায়িক উদ্দেশ্য হাসিলের লক্ষে মানুষকে দীর্ঘদিন ধরে ঠকাচ্ছে। বাহিরে ঝকঝকা পরিবেশ থাকলেও ভেতরে নোংরা পরিবেশে খাবার তৈরি করে তারা বিক্রি করছে। তাই তাদের জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত