বিশ হাজার টাকা না দিলে আমাকে মেরে সিএনজি নিয়ে যাবে, সকালে মিলল মরদেহ
ময়মনসিংহ প্রতিনিধি: মোজাম্মেল হক (২৫) নামে চালককে হত্যা করে সিএনজি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়।
নিহত মোজাম্মেল হক জেলার নান্দাইল উপজেলার সাভার গ্রামের জালুয়া পাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের মৃগালী গ্রামের সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোজাম্মেলের বাবা ফরিদ মিয়া বলেন, প্রতিদিনের মত সোমবার নিএনজি নিয়ে বাড়ি থেকে বের হয়। অন্যান্য দিনের মত রাতে বাড়িতে ফিরলেও ওইদিন বাড়িতে ফেরেনি। পরে রাত ১১টার দিকে মোজাম্মেল তার বাবার নাম্বারে ফোন করে জানান অজ্ঞাত কয়েকজন সিএনজিটি জোর করে নিয়ে তাকে ধরে রাখছে এবং ২০ হাজার টাকা দাবি করছে। দ্রুত টাকা না দিলে আমাকে মেরে সিএনজি নিয়ে যাবে। তার অবস্থান জানতে চাইলে শুধু নেত্রকোনা বলেন। এরপর মোবাইলটি অন্য একজন নিয়ে দ্রুত টাকা পাঠানোর কথা বলে লাইন কেটে দেন। তারপর থেকেই মোবাইল বন্ধ ছিল।
পরে সকালের দিকে জানতে পারি আঠারবাড়ির মৃগালি এলাকায়। অজ্ঞাত পরিচয় একটি মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে আমার ছেলেকে মৃত অবস্থায় শনাক্ত করি।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. কাদের মিয়া বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত