এরদোগানকে নিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট
তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট তাকে ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক করতে আগ্রহী।
আরব আমিরাত থেকে ফিরে আঙ্কারায় প্রেসিডেন্ট এরদোগান বলেন, ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় সে জানিয়েছে পুতিন, জেলেনস্কি ও এরদোগানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করলে তিনি থাকবেন।
এরদোগান আরও জানিয়েছেন, তাদের মধ্যে এ বৈঠকটি হতে পারে আঙ্কারা বা ইস্তানবুলে। বৈঠকের বিষয়ে পুতিনের সঙ্গে তিনি ফোনে কথা বলবেন এবং তার মতামত কি সেটি জানতে চাইবেন।
এ ব্যাপারে এরদোগান বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখব। কারণ এই অঞ্চলে যুদ্ধ বেঁধে গেলে তা মঙ্গলজনক হবে না। এমনকি যুদ্ধ পুরো ইউরোপে নেতিবাচক প্রভাব ফেলবে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান দ্বন্দ্ব বেশ কাছ থেকেই অনুসরণ করছে তুরস্ক। কারণ ইউক্রেন ও রাশিয়া দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক আছে তুরস্কের।
আঙ্কারার পক্ষ থকে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করে দেওয়ার চেষ্টাও চালানো হচ্ছে।
এদিকে কয়েকদিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগানের আমন্ত্রণ গ্রহণ করে জানিয়েছেন, তিনি তুরস্ক সফরে আসবেন মহামারির পর ভালো সময় আসলে।
সূত্র: ডেইলি সাবাহ
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত