নায়িকার জন্য ৯০০ কিলোমিটার পাড়ি দিয়ে যে কাণ্ড ঘটিয়েছে যুবক!

ভারতের দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। তাকে ভারতের ‘জাতীয় ক্রাশ’ বলা হয়ে থাকে। প্রিয় নায়িকাকে একবার সামনাসামনি দেখার জন্য তেলঙ্গনা থেকে কর্নাটক পর্যন্ত পাড়ি দিয়েছিলেন এক যুবক।
ওই ভক্ত নায়িকার বাড়ির ঠিকানার জন্য গুগলের সাহায্য নেন। তবে বাড়ি চিনতে না পেরে পথচারীদের জিজ্ঞাসাবাদ করতে থাকায় সন্দেহ হয় ওই এলাকার বাসিন্দাদের। ফলে ডাকা হয় পুলিশ।
রাশমিকাকে দেখার জন্য আকাশ ত্রিপাঠী নামের ওই ভক্ত তেলঙ্গনা থেকে কর্নাটক পর্যন্ত ৯০০ কিলোমিটার পাড়ি দেন। তেলঙ্গনা থেকে ট্রেনে চেপে মাইসোর, সেখান থেকে অটো করে মুগ্গুলা পৌঁছান ওই যুবক।
পরবর্তীতে গুগল মানচিত্রের সাহায্যে কর্নাটকের বিরাজপেটে হাজির হন তিনি। বিরাজপেটে জন্ম রাশমিকার। বাবা-মায়ের সঙ্গে সেখানেই থাকেন তিনি।
জানা গেছে, পুলিশ এসে আকাশকে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেয়। তবে রাজি হননি আকাশ। এ সময় তাকে জানানো হয় যে, রাশমিকা এই মুহূর্তে সেখানে নেই। তিনি মুম্বাইয়ে শুটিং করছেন।
প্রসঙ্গত, কন্নড় সিনেমা দিয়ে যাত্রা শুরু করেন রাশমিকা। তারপর তেলেগু ও তামিল সিনেমায় নিজেকে তুলে ধরেছেন এই অভিনেত্রী। সব জায়গাতেই পেয়েছেন সফলতা। বলিউডের দর্শকদের কাছেও তিনি বেশ জনপ্রিয়। তার মুক্তিপ্রাপ্ত সবশেষ ছবি তেলেগু ভাষার ‘পুষ্পা: দ্য রাইজ’।আনন্দবাজার পত্রিকা থেকে পরিমার্জিত।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত