জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা অনুষ্ঠিত

| আপডেট :  ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৪  | প্রকাশিত :  ২৬ জানুয়ারি ২০২২, ০১:২১

গত ২৫ শে জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য সেচ্চাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন ও পরিচালনা করেন সেক্রেটারি আবুল হুসেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাবেক ছাত্র নেতা নাসির উদ্দিন অসীম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারন সম্পাদক কয়ছর এম আহমেদ, প্রধান উপদেষ্টা শাইস্তা চৌধুরী কুদ্দুস, সিনিয়র সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, সহসভাপতি তৈমুছ আলী, সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক খছরুজ্জামান খছরু, শহিদুল ইসলাম মামুন, সামছুল ইসলাম মাহতাব, আসাদুজ্জামান আহমেদ, মিছবাহুজ্জামান সোহেল, ডঃ মুজিবুর রহমান মুজিব, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারন সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নজরুল ইসলাম শরিফুল ইসলাম মুস্তাফিজুর রহমান ফেরদাউস, শাহ জামান, ডালিয়া লাকুরিয়া, জাহাঙ্গীর আলম শিমু,মো: আব্দুর রহমান,ডা. ফজলুর রহমান শ্যামল, জায়েদ তালুকদার, আকমল আলী, আজিম উদ্দিন, জিয়াউর রহমান জিয়া, শেখ সাদেক, পর্তুগাল বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ তালুকদার।

প্রধান অতিথী বলেন, দেশের এক ভয়াবহ রাজনৈতিক সংকট মুহূর্তে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতির এই দুঃসময়ে মৃত্যুভয় উপেক্ষা করে ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার সেই স্বাধীনতার ঘোষণা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। সেই মহান নেতার আদর্শের অনুসারী আমরা।

তিনি বলেন, বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের সেই চেতনাকে ধ্বংস করে দেশের গণতন্ত্রকে বাক্সবন্দি করে রেখেছে। এই বাক্সেবন্দি গণতন্ত্র ফেরানো আজ আমাদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। তাই এই মুহূর্তে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় এখনই আন্দোলনের ঝাঁপিয়ে পরতে হবে।

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন কেনারী ওয়ার্ফ মসজিদের প্রধান খতিব মাওলানা আব্দুল্লাহ ।

সভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ও স্বেচ্ছাসেবক দল নেতা আহসানুল আম্বিয়া শোভন, মো: আবু বকর, আব্দুল কাদের জিলানি, ফয়েজ উল্লাহ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আব্দুল্লাহ আল মামুন, সেলিম সর্দার, কামাল হোসেন, রুহেল আহমেদ, আসিকুর রহমান, সোহেল আহমেদ, শামীম আহমেদ ও তানিম আহমেদ, ফয়সল মজুমদার, মামুন আহমেদ, আল আমিন, মুস্তাফিজুর রহমান, ফজলে রহমান পিনাক মাসহুদ আহমেদ, জাকির হোসেন, আব্দুল সামাদ, মৌলভীবাজার জেলা ছাত্র দলের আনোয়ার হোসেন জামিল আহমেদ সাহেদ আহমেদ আনোয়ার হোসেন বাহরাইন স্বেচ্ছাসেবক দলের ছয়ফুল আলম, মো: আব্দুর রহমান, রুয়েল মিয়া, আমিনুর রহমান, আনসার আহমেদ, কামাল আহমেদ, মোহাম্মেদ করিম চৌধুরী, হুমায়ুন আহমেদ, সুহেল আহমেদ, সেবুল আহমেদ, শাহিনুর রহমান, হেলাল আহমেদ, আল জামিল, আল আমিন, মাহবুবুর রহমান মাসুদ, আনোয়ার হোসেন এবং সাদিকুর রহমান।
লন্ডন সিটি যুবদলের সভাপতি কাজী তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো: শাহাজাহান, সাইদুর রহমান জুয়েল, শরীফ রানা, সৈয়দ মামুন আহমদ, আজিজুর রহমান, নুরুস সাদিক, মইনুল ইসলাম, নজরুল ইসলাম, আকরাম হোসেন রনি, মো: সেলু মিয়া, আব্দুল গফফার শাহীন, শহিদুল ইসলাম লিটন, কামরান হাসান রাকিব, রাকিব হাসান রনি, জুহেল মিয়া, কানজিদ হাসান কমল। সেন্ট্রাল লন্ডন যুবদলের সভাপতি হাসান আহমেদ, সহ সভাপতি সালেহ আহমদ, সাধারণ সম্পাদক মাছরুল হোসেন, যুগ্ম সম্পাদক ওয়ালিদুর রহমান, যুগ্ম সম্পাদক হাসান আহমেদ, শাহ জামিল আলী, আদনান চৌধুরী আহাদ, দিলওয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো: মিহাদুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক ফাওজুল আযীম, সদস্য আছাব আলী, সিরাজুল ইসলাম মামুন ও সদস্য আছাব আলী।

লন্ডন মহানগর যুবদলের সভাপতি সিরাজুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মো: নিয়ামুল হক মাক্সীম, রুহুল আমিন, সাইফুল ইসলাম, সানুর মিয়া, মাসুদ রানা চৌধুরী, কবির আহমেদ, কামরুল হাসান রনি, আবু জাফর আব্দুল্লাহ আবুল কালাম আজাদ ও সায়েম আহমেদ।
ইষ্ট লন্ডন যুবদলের সিনিয়র সহ সভাপতি সামসুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিফতাহুর রহমান যাহান, মুহাম্মদ আসাদ, নেছার আহমেদ, মো: ওমর সানী, মুহীদ আহমেদ, রাজীব তালুকদার, মাহবুবুর রহমান মাসুম, মো: আল আমীন, মুজাহিদ আলী সহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত