প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১৭৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পাবলিক হলে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে আলোচনা অনুষ্টিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীনের সভাপতিত্বে উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খাঁন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা প্রশিক্ষণ কেন্দ্রের (ইউআরসি) প্রশিক্ষক মঞ্জুরা রহমান প্রমুখ । এসময় অন্যান্যদের মাঝে সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এ সময় উপস্থিত ছিলেন। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিডাইজার, ব্লিচিং পাউডার, ড্রাম ইত্যাদি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত