ইউক্রেন সেনাবাহিনী-রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের পাল্টাপাল্টি হামলা
ইউক্রেন সেনাবাহিনী-রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের পাল্টাপাল্টি হামলা ইউক্রেনের সরকারি বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে হামলা পাল্টা হামলার অভিযোগে রাশিয়া-ইউক্রেনের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
আজ ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সমর্থিক বিচ্ছিন্নতাবাদীদের ছোড়া কামানের গোলা লহানস্ক অঞ্চলে আঘাত হেনেছে বলে জানিয়েছে কিয়েভ।
ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, লুহানস্ক অঞ্চলের একটি কিন্ডারগার্টেনে রুশপন্থী লুহানস্ক পিপল’স রিপাবলিকের বিদ্রোহীদের ছোড়া কামানের গোলা আঘাত হানে, তবে এতে কেউ হতাহত হয়নি।
এর আগে, পূর্ব ইউক্রেনের রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা অভিযোগ করেছে, সরকারি সৈন্যরা বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ২৪ ঘণ্টায় অন্তত চারবার গোলাবর্ষণ করেছে। এই ঘটনায় ইউক্রেনের রাশিয়া সমর্থিতলুহানস্ক পিপল’স রিপাবলিকের বিচ্ছিন্নতাবাদী ও সরকারী বাহিনী অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে বলে ধারণা করা হচ্ছে।
দুই পক্ষের এই অস্ত্রবিরতি গত ৮ বছর ধরে চলে আসছে। এদিকে রাশিয়া যেকোন দিন ইউক্রেনে হামলা চালাতে পারে বলে উদ্বেগ প্রকাশ করে আসছে পশ্চিমারা।
এদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন নৌবাহিনীর প্লেনের সঙ্গে রুশ যুদ্ধবিমানের অন্তত তিনবার মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে।
চলতি সপ্তাহে ভূমধ্যসাগরে টহল দেওয়ার সময় দুই পক্ষের সামনাসামনি হওয়ার এসব ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পেন্টাগন। এটিকে রাশিয়ার খুবই ‘অপেশাদার কাণ্ড’ বলে অভিযোগ করেছে তারা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত