টিকিটের জন্য হাহাকার মিরপুরে

| আপডেট :  ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৪  | প্রকাশিত :  ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৪

বিসিবির টিকিটিং বিভাগের সামনে উপচে পড়া ভিড়। গেট তালাবদ্ধ করে রেখেও ভিড় ঠেকাতে পারছিলেন না। শেষে একজন কর্মকর্তা খুব আক্ষেপ করে বলছিলেন, ‘২৫ হাজার দর্শক নিয়ে খেলার টিকিটের যে চাহিদা আজ (গতকাল) সে রকম চাপ নিতে হলো।’

 

 

 

 



 

 

 

 

 

 

 

রাত ৮টার সময়ও টিকিট রুমের সামনে ভিড় দেখে বোঝা গেল, বিপিএলের ফাইনাল দেখতে কতটা উন্মুখ দর্শক। করোনার কারণে বিশেষ অনুমতি নিয়ে মাত্র সাড়ে তিন হাজার দর্শক প্লে-অফের ম্যাচগুলোতে রেখেছে বিসিবি।

আজকের ফাইনালেও টিকিট সাড়ে তিন হাজার। অথচ টিকিটপ্রত্যাশী সাড়ে তিন লাখেরও বেশি। বিশাল চাহিদার কারণে দুই ফাইনালিস্ট ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকেও সীমিত সংখ্যক টিকিট দিতে পারে বোর্ড। বুথে বিক্রির ব্যবস্থা রাখা হয়নি।

 

 

 

 

 



 

 

 

 

বেশিরভাগ টিকিট দিতে হয়েছে সৌজন্য। তাই আজকের ফাইনাল ম্যাচে ফ্লোটিং সাপোর্টার বেশি দেখা যেতে পারে। ভালো ক্রিকেট খেলা দলের সমর্থক হয়ে উঠবেন তারা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত