ইউক্রেনে হামলার বাহানা খুঁজছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

| আপডেট :  ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৩  | প্রকাশিত :  ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৩

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, মিথ্যা একটি কারণ দেখিয়ে ইউক্রেনের হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। সামনের দিনগুলোতে রাশিয়া হামলা চালাতে পারে বলেও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, সামরিক পদক্ষেপ অবিলম্বে শুরু হতে পারে। তবে একটি কূটনৈতিক সমাধান এখনও সম্ভব বলে জোর দিয়েছেন তিনি।

 

 

 

 

 



 

 

 

 

 

 

পরে বাইডেনের শীর্ষ বিদেশ নীতি বিষয় কর্মকর্তা জানান, একটি হামলা চালানোর জন্য বিভিন্ন যুক্তি দেখাতে পারে মস্কো। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। তারা বলছে, এমন ‘ভিত্তিহীন’ অভিযোগের মাধ্যমে উত্তেজনা ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বারবার জানিয়েছে রাশিয়া। মস্কো জোর দিয়ে বলেছে, তারা ইউক্রেনের সীমান্ত থেকে তাদের সৈন্য সরিয়ে নিচ্ছে। যদিও পশ্চিমা দেশগুলো এমন দাবি নিয়ে সংশয় প্রকাশ করেছে।

 

 

 

 

 



 

 

 

 

হোয়াইট হাউসের বাইরে বাইডেন সাংবাদিকদের বলেন, তারা একটি যুক্তি দেখিয়ে ‘ফলস ফ্লাগ’ হামলা চালাতে পারে বলে আমাদের বিশ্বাস। ফলস ফ্লাগ হচ্ছে এক ধরনের মিথ্যা হামলা যখন একটি দেশ পাল্টা হামলার জন্য নাটক সাজায়।

কয়েক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্র বলছে, এমন ধরনের সাজানো হামলার পরিকল্পনা রয়েছে রাশিয়ার। এদিকে পরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, রাশিয়া এ ধরনের পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত