ইরানের আন্তরিকতা দরকার: যুক্তরাষ্ট্র

| আপডেট :  ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৩  | প্রকাশিত :  ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৩

ভিয়েনায় ইরানের পরমাণু সংক্রান্ত আলোচনায় ‘যথেষ্ট অগ্রগতি’ হয়েছে জানিয়ে যুক্তরাষ্ট্র দাবি করেছে, এখন ইরান আন্তরিক হলে কয়েকদিনের মধ্যে চুক্তিতে পৌঁছানো সম্ভব। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এ কথা জানান।

২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের করা পরমাণু চুক্তি থেকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি পুনরুদ্ধারে অস্ট্রিয়ায় সংশ্লিষ্ট দেশগুলো আলোচনা চালাচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, গত সপ্তাহে আলোচনায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। ইরান আরেকটু আন্তরিকতা দেখালে কয়েকদিনের মধ্যেই চুক্তি পুনরুদ্ধার করা সম্ভব। তারপরও কোনো অঘটন যদি ঘটে যায় তাহলে চুক্তিটি কবরে চলে যাওয়ার মতো অবস্থায় চলে যাবে।

বিশেষজ্ঞদের ধারণা, পরমাণু অস্ত্র তৈরির উপাদান যথেষ্ট পরিমাণে মজুদ করার ব্যাপারে ইরান আর মাত্র কয়েক সপ্তাহ পিছিয়ে আছে। যদিও আসল বিস্ফোরক তৈরি করতে আরো বেশ কয়েকটি জটিল ধাপ বাকি আছে। সূত্র: এএফপি

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত