ইউক্রেন ইস্যুতে মার্কিন ও রুশ প্রতিরক্ষামন্ত্রীর ফোনালাপ

| আপডেট :  ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৬  | প্রকাশিত :  ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৬

ইউক্রেনকে ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সাথে ফোনালাপ করেছেন। শুক্রবার দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে এই ফোনালাপ হয় বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ফোনালাপে রুশ প্রতিরক্ষামন্ত্রীকে উত্তেজনা প্রশমন, ইউক্রেনকে ঘিরে রাখা রুশ সামরিক বাহিনীকে ফেরত নেয়া এবং সংকটের মীমাংসায় কূটনৈতিক সমাধানের আহ্বান জানান। আনাদোলু এজেন্সি

অপরদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘আন্তর্জাতিক নিরাপত্তায় গুরুতর ইস্যু’ নিয়ে দুই প্রতিরক্ষামন্ত্রী আলোচনা করেছেন।

২০১৪ সালে ইউক্রেনে রুশপন্থী সরকারের পতনের পর রাশিয়া দেশটিতে আগ্রাসন চালিয়ে ক্রিমিয়া অঞ্চলটি দখল করে নেয়। পাশাপাশি মস্কোর পৃষ্ঠপোষকতায় পূর্ব ইউক্রেনে বিপুল অঞ্চল দখল করে নেয় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী। ওই সংঘর্ষ বন্ধে ফ্রান্স ও জার্মানির মধ্যস্থতায় ২০১৫ সালে বেলারুশের মিনস্কে ইউক্রেন ও রাশিয়া অস্ত্রবিরতি চুক্তি করে।

গত বছরের ডিসেম্বরে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের পর রাশিয়ার সাথে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইউক্রেনের অভিযোগ, দেশটির পূর্বাঞ্চলে কিয়েভের বিরুদ্ধে লড়াইরত রুশপন্থী বিদ্রোহী যোদ্ধাদের সহায়তার নামে ইউক্রেনে আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে মস্কো।

অপরদিকে ইউক্রেনের অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া। দেশটি বলছে, সামরিক বাহিনীর মহড়ার অংশ হিসেবে ওই সৈন্য সমাবেশ করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত