পটুয়াখালীতে প্যারাসিটামল জাতীয় ঔষধের সংকট

| আপডেট :  ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪০  | প্রকাশিত :  ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪০

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার স্থানীয় ফার্মেসী গুলোতে জ্বর-সর্দি-কাশির ঔষধের সংকট দেখা দিয়েছে। উপজেলার ০৬ টি ইউনিয়নে অন্তত: শতাধিক ফার্মেসী রয়েছে। এসব দোকান গুলোতে স্কয়ার এবং বেক্সিমকো কোম্পানীর জ্বর-সর্দি, কাশির ঔষধের তুলনামূলক বেশী চাহিদা রয়েছে। রোগীরা সাধারণত এ ঔষধ গুলো ক্রয় করেন বেশী। গত এক মাস ধরে এ ঔষধ গুলোর সংকট দেখা দিয়েছে। এদিকে, ছোট ঔষধ ব্যবসায়ীদের অভিযোগ,বড় বড় দোকান গুলোতে মজুদ থাকার কারণে এমন সংকটের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে উপজেলা শহরের ঔষধ ব্যবসায়ীরা বলেন, দীর্ঘ এক মাস হয় এ কোম্পানীর নাপা গ্রুপ এবং এইচ গ্রুপের ঔষধ গুলো অর্ডার করলেও যে পরিমানে দরকার তা পাওয়া যাচ্ছে না। একদিনে যে পরিমান ঔষধ দরকার সেই ঔষধ কোম্পানি থেকে পাই এক সপ্তাহে। অথচ কিছু দোকান গুলোতে বিশেষ ব্যক্তিরা এ ওষুধ পাচ্ছে বলে গ্রাহকদের মধ্যে থেকে এমন অভিযোগ উঠেছে।

ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের সাথে আলাপ করলে তারা বলেন, কোম্পানীর সরবরাহ কম। এর ফলে ঔষধের এ সংকট দেখা দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘ একমাস ধরে বিভিন্ন রোগ নিয়ে যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তার বেশীর ভাগ রোগী জ্বর নিয়ে আসছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আর এম ও ডাঃ মোঃ তানভীর হাসান নেয়ামত বলেন, জ্বর বিভিন্ন রোগের উপসর্গ হতে পারে। তবে অধিকাংশ রোগী এখন জ্বর নিয়ে আসছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত