কমলনগরে মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভা

| আপডেট :  ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২১  | প্রকাশিত :  ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২১

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি(শনিবার) সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 



 

 

 

 

 

 

এসময় ২১ ফেব্রুয়ারি উদযাপনে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (RMO) ডাঃ আনোয়ার হোসেন মঞ্জু , কমলনগর উপজেলা আওয়ামি লীগকে সভাপতি, মাস্টার নুরুল আমিন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলামসহ উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।

 

 

 

 

 



 

 

 

 

 

 

 

উদযাপনের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা কমপ্লেক্সে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে-সাথে জাতীয় পতাকা উত্তোলন, পরে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত