হঠাৎ শিলাবৃষ্টি

| আপডেট :  ২১ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৬  | প্রকাশিত :  ২১ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৬

ঠাকুরগাঁওয়ে শীতের শেষে হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে শিলা বৃষ্টি। সোমবার বিকালে (সন্ধ্যার আগে) প্রায় আধাঘণ্টার প্রচণ্ড ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে সদর উপজেলার ভুল্লি, বালিয়া, রুহিয়া ও বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ি এলাকার কিছু স্থানে গমের সামান্য ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে। হঠাৎ এমন পরিস্থিতিতে পথচারীদের বিপাকে পড়তে হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হোসেন জানান, বেশ কিছু স্থানে শিলাবৃষ্টি প্রায় আধাঘণ্টা চললেও ঝোড়ো হাওয়ার স্থায়িত্ব ছিল প্রায় ঘণ্টাখানেক। এতে শুধুমাত্র শিষ বের হওয়া গমের সামান্য ক্ষয়ক্ষতি হতে পারে। মাঠকর্মীরা সরেজমিন গিয়ে তথ্য সংগ্রহের পর ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত